Thursday, March 14, 2013

কতিপয় জামাতি "গোবর" খেকো মাওলানা "হেফাযতে রাজাকার" নামে নতুন ভন্ডামী শুরু করেছে।
কতিপয় জামাতি "গোবর" খেকো মাওলানা "হেফাযতে রাজাকার" নামে নতুন ভন্ডামী শুরু করেছে। এই ভন্ডদের উদ্দেশ্য ইসলাম রক্ষা না বরং রাজাকারদের রক্ষা করা।

 ২০১০ সালে লেখা ব্লগ নিয়ে ২০১৩ তে হেফাযতে জামায়াতীদের এই হেফাযত প্রকল্প মানা যায় না।ব্লগ পড়ে কই জন???

কয় জন জানে ব্লগ সম্পর্কে??? গোটা কয়েক জন নাস্তিকের জন্য তারা শাহবাগের সবাইকে নাস্তিক বলে চরম সীমা লঙ্ঘন করতেছে।

ইসলাম কি ওদের বাপের সম্পত্তি?? নাকি ইসলামে নতুন আইন হইছে যে, "জামাত/শিবির
আর রাজাকারের সমর্থন না করলে সে নাস্তিক হয়ে যাবে"। শিবির যখন নীরিহ মানুষে বাড়ি পোড়ায়,রগ কাটে,বোমা মারে, মসজিদে কার্পেট পোড়ায়,টাইলস ভাঙ্গে।

তখন কোথায় থাকে এই ভন্ড দের হেফাজত??

জামাতিরা অনেক চালাক প্রকৃতির ছাগু। "হেফাযত ইসলাম" আসলে জামাতি ইসলামের নতুন ছদ্দনাম। এরা আসলে জামাত শিবির।এদের প্রতিহত করতেই হবে। দেখা যাক আশুলিয়ার মাটিতে মুরাদ জং এর মত মুজিব সেনা থাকতে কিভাবে "হেফাযতে জামায়াতি রাজাকাররা" সমাবেশ প্রতিহত করে...।

"হেফাযতে জামায়াত " এর বিরুদ্ধে কঠোর কর্মসুচী চাই। 

0 comments:

Post a Comment